• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
কেসিসি নির্বাচন

মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


খুলনা ব্যুরো এপ্রিল ১৬, ২০১৮, ০৯:৫৮ পিএম
মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

খুলনা : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের বৈধ ঘোষণা করেন। মেয়র পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং অফিসার জানান, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আবদুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত দলের মহানগর সদস্যসচিব এসএম শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রোববার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এখন পর্যায়ক্রমে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কমিশনারদের মনোনয়নপত্র বাছাই চলছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!