• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়র মান্নানের তিন মাসের জামিন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৬, ০২:৪৩ পিএম
মেয়র মান্নানের তিন মাসের জামিন

দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে মেয়র মান্নানের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র  আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও আবু হানিফ। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

তিন মাসের জামিন পাওয়ায় অধ্যাপক মান্নানের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন মাসুদ রানা। তিনি বলেন, জামিন আদেশের পাশাপাশি আদালত তাকে স্থায়ী জামিনে চার সপ্তাহের রুলও জারি করেছেন।

সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় এবং ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগে ১৩ জুন দুদকের উপ পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন।

এ মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!