• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেয়ে হত্যার দায়ে বাবাসহ ৫ জনের যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৬:২১ পিএম
মেয়ে হত্যার দায়ে বাবাসহ ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: রায়গঞ্জে কন্যা শিশু হত্যার দায়ে বাবাসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে ও নিহত শিশু কন্যার বাবা হাবিবুর রহমান হবি, তার ছোট ভাই বিশা সেখ, একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী বিলকিস বেগম, মাসুদ আলীর ছেলে আয়নাল শেখ, এবং তার স্ত্রী মনোয়ারা বেগম।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৪ সালে হাবিবুর রহমান একই গ্রামের ফিরোজা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঘরে কাকলী নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। ফিরোজা বেগমের পরিবার গরীব হওয়ায় স্বামী হাবিবুর রহমান হবি তাকে প্রায়ই নির্যাতন করতেন। এক পর্যায়ে হাবিবুর তার স্ত্রী ফিরোজা বেগমকে তালাক দিলে তিনি তার কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। কিন্তু হাবিবুর রহমান তার সম্পত্তি থেকে কন্যা সন্তানকে বঞ্চিত করার উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করে। এরই এক পর্যায়ে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর হাবিবুর তার কন্যা সন্তানকে বাড়িতে ডেকে নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত শিশু কাকলীর মা ফিরোজা বেগম বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার বিকেলে এ রায় প্রদান করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবি ছিলেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!