• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিপুল অধিকারীর কবিতা

মেয়ের জন্য লেখা


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক মে ২৩, ২০১৭, ০২:০২ এএম
মেয়ের জন্য লেখা

(বিদিশা মা, তোমাকে)
ইচ্ছে হলে বলতে পারো,
বুকের ভেতর যে কথা দেয় দোলা, দেয় দোলা;
যেমন খুশী চলতেও পারো,
সামনে তোমার যে পথ খোলা, যে পথ খোলা।
-
একটা নদী সামনে যদি এসে দাঁড়ায়,
একটা পাহাড় হঠাৎ যদি চোখ রাঙায়,
চলবে কেন? ভয় কি তোমার? সাঁতার দিও নদীর জলে;
পথ তোমার বেঁধে নিও সেই পাহাড় তলে।
-
আকাশে মেঘ জমবেই তো, জমুক সে কালো হয়ে;
ঝড় আসলেও আসতে দাও, রুদ্র বেশে আসুক সে,
ভয় কি তোমার? চলবে কেন? পথেই থেকো নির্ভাবনায় সেই প্রলয়ে;
একলা রাতে কেউ না আসুক তোমার সাথে, বন্ধুবেশে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!