• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোটা মানুষের মৃত্যু হয় অন্যদের আগে


লাইফস্টাইল ডেস্ক জুলাই ১৪, ২০১৬, ১০:৫৮ এএম
মোটা মানুষের মৃত্যু হয় অন্যদের আগে

মোটা মানুষদের এমনিতেই বাড়তি ওজন নিয়ে অনেকসময় উদ্বিগ্ন হতে দেখা যায়। তার ওপর নতুন এই গবেষণা চিন্তা বাড়িয়ে দিতে পারে আরও।

কারণ মোটা মানুষেরা সাধারণদের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে পুরুষেরা নারীদের চেয়ে তিনগুণ বেশি ঝুঁকিতে থাকেন। বেশ বড় পরিসরে চালানো এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত রিপোর্টে প্রায় চল্লিশ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অন্তত তিন বছর আগে মারা যায়। কখনো ধূমপান করেন না এবং দীর্ঘদিন কোনও রোগে ভোগেননি এমন মানুষদের ওপর এই সমীক্ষা চালানো হয়। সূত্র : বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!