• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোদির নয়া মন্ত্রিসভায় কে কি পেলেন?


আর্ন্তজাতিক ডেস্ক জুলাই ৬, ২০১৬, ১২:৩৫ পিএম
মোদির নয়া মন্ত্রিসভায় কে কি পেলেন?

গদিতে বসার মধ্যকালেই মন্ত্রিসভায় বড়োসড়ো পরিবর্তন আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া ক্যাবিনেট মিনিস্টার হিসেবে দেশের দশ রাজ্য থেকে ১৯ জন মন্ত্রীকে বেছে নিলেন তিনি।

রদবদলের এই সময়ে নয়া মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পাঁচ মন্ত্রী। তারা হলেন রামশঙ্কর কাঠেরিয়া, নিহাল চাঁদ, সানওয়ারলাল জাঠ, মনসুখভাই ভাসাভা ও এম কে কুন্দারিয়া।

১৯ জন নতুন মন্ত্রীর মধ্যে বেশ কয়েকজন এর আগে নানা রাজ্য সরকারে দফতর সামলেছেন, অর্থাৎ বাস্তবের সঙ্গে তাদের যথেষ্ট পরিচয় রয়েছে। সেই অভিজ্ঞরা হলেন কর্নাটকের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চাণ্ডাপ্পা জিগজিনাগি, গুজরাতের দুই প্রাক্তন মন্ত্রী পুরুষোত্তম রূপালা ও যশবন্ত সিন বাভর, গুজরাতের প্রাক্তন অ্যাগ্রো- ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রধান মনসুখ মান্দাভিয়া ও উত্তরপ্রদেশের প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে।

এক নজরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নয়া ক্যাবিনেট সদস্যরা:

বেঙ্কাইয়া নায়ডু- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রবি শঙ্কর প্রসাদ- আইন ও টেলিকম মন্ত্রী

ডিভি সদানন্দ গৌড়া- পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রী

অনন্ত কুমার- সাংসদ বিষয়ক মন্ত্রী

এস এস আলু- প্রতিমন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ, সংসদ বিষয়ক মন্ত্রক

ফাগ্গান সিং কুলাসতে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী

বিজয় গোয়েল- যুব কল্যাণ, ক্রীড়া (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), জলসম্পদ, সেচ ও গঙ্গা সংরক্ষণ মন্ত্রী

নরেন্দ্র সিং তোমার- গ্রামোন্নোয়ন মন্ত্রী

এম জে আকবর- বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী

জয়ন্ত সিনহা- অসামরিক বিমান মন্ত্রী

অনিল মাধব দাভে- পরিবেশ মন্ত্রী, বন মন্ত্রী ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)

সূত্র : কলকাতা২৪

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!