• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইল নম্বর ঠিক রেখে ১ অক্টোবর থেকে অপারেটর পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০১৮, ০৯:৫৬ পিএম
মোবাইল নম্বর ঠিক রেখে ১ অক্টোবর থেকে অপারেটর পরিবর্তন

ঢাকা: আগামী ১ অক্টোবর থেকে মোবাইলের মূল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ ‍শুরু হচ্ছে। তবে এই সেবা নিতে ৩০ টাকা ফি নির্ধারিত করা হলেও তা পরিবর্তন করে ৫০ টাকা করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মিডিয়া উইয়েং কর্মকর্তা জাকির হাসান খান এ তথ্য জানিয়েছেন।

এই সেবার লাইসেন্স পাওয়া ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন সাংবাদিকদের বলেন, আগামী ১ অক্টোবর থেকে এমএনপি সেবা দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওই দিন রাত থেকেই এ সিস্টেমটি শুরু হবে।

তিনি আরো বলেন, যে অপারেটরে গ্রাহক যেতে চায় সে অপারেটরকে ফি দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।

গত নভেম্বরে এই সেবার লাইসেন্স পায় বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!