• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
লেনদেনে সীমা আরোপ

মোবাইল ব্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০১৭, ০২:৫০ পিএম
মোবাইল ব্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব

ঢাকা : মোবাইল ব্যাংকিং সেবায় দ্রুত অর্থ স্থানান্তর জনপ্রিয় হলেও হঠাৎ করেই তাতে ধস নেমেছে। গত আগস্ট মাসে মোবাইল ব্যাংকিং যেখানে দৈনিক গড় লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছিল, সেপ্টেম্বও মাসে তা ৩০ শতাংশ কমে যায়। একইভাবে মোট লেনদেন, অভ্যন্তরীণ রেমিটেন্সের অর্থ স্থানান্তর, নগদ টাকা উত্তোলন ও জমা, বেতন-ভাতা প্রদান এবং ইউটিলিটি বিল পরিশোধে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার কমেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মোট ২১ হাজার ৫৫০ কোটি টাকা লেনদেন হয়। গত আগস্ট মাসে কোরবানির ঈদকে কেন্দ্র করে লেনদেন হয়েছিল ৩২ হাজার ১৮৩ কোটি টাকা। ওই হিসাবে ঈদের পর মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন কমেছে ৩৩.০৪ শতাংশ। সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিং সেবার নিবন্ধিত হিসাব বাড়লেও সক্রিয় হিসাব কমেছে ৭ লাখ। সেপ্টেম্বরে নিবন্ধিত হিসাবসংখ্যা ৫ কোটি ৬৯ লাখ থেকে বেড়ে ৫ কোটি ৭৭ লাখ হয়েছে (প্রবৃদ্ধি ১.২৯ শতাংশ)।

তবে তার মধ্যে সক্রিয় হিসাব কমে হয়েছে ৩ কোটি ১২ হাজার। আগস্টে সক্রিয় হিসাব ছিল ৩ কোটি ৭ লাখ ৩০ হাজার। তবে সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট সংখ্যা ৬ হাজার বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ২৮২ হয়েছে। গত আগস্টে অবৈধ লেনদেন সংগঠনের অভিযোগে প্রায় সাড়ে ৪ হাজার এজেন্টের কার্যক্রম বন্ধ করে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, বিগত সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ কোটি ৮৫ লাখ টাকার প্রবাসী আয় দেশে এসেছে। যা এর আগের মাসে ছিল ৯ কোটি ২৯ লাখ টাকা। ওই হিসেবে সেপ্টেম্বর মাসে রেমিটেন্স আসার হার কমেছে ৩৭ দশমিক ৩ শতাংশ। সেপ্টেম্বরে ৮ হাজার ৮০১ কোটি টাকার নগদ অর্থ জমা করা হয়েছে, যা আগস্ট মাসে ছিল ১৩ হাজার ৬৮৮ কোটি টাকা। তাতে করে এক মাসে নগদ জমা কমেছে ৩৫ দশমিক ৭ শতাংশ। সেপ্টেম্বরে নগদ উত্তোলন করা হয়েছে ৮ হাজার ৩১৯ কোটি টাকা, যা আগের মাসে ছিল ১১ হাজার ৯৩৯ কোটি টাকা। সে হিসাবে নগদ অর্থ উত্তোলন কমেছে ৩০ দশমিক ৩২ শতাংশ। সেপ্টেম্বর মাসে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেন ২৫ দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ৪৪৫ কোটি টাকা দাঁড়িয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে বেতন-ভাতাদি পরিশোধ করার হার কমেছে ৭৪ দশমিক ৭ শতাংশ।

 গত মাসে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে ৫৯১ কোটি ৮৪ লাখ টাকার বেতন দেয়া হয়েছিল, যা সেপ্টেম্বরে দাঁড়িয়েছে মাত্র ১৫৩ কোটি ৪৮ লাখ টাকা। একইসঙ্গে ইউলিটি বিল পরিশোধে ২৩৯ কোটি দেয়া হয়েছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থায়, যা আগস্ট মাসে ছিল ৩১২ কোটি ১৩ লাখ টাকা। তবে সেপ্টেম্বর মাসে সরকার ৩৬৪ কোটি ৬০ লাখ টাকার বিভিন্ন ভাতা পরিশোধে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করেছে।

এদিকে হঠাৎ লেনদেনে নিম্নমুখী প্রবণতা প্রসঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী একাধিক ব্যবসায়ীর মতে, লেনদেনে নতুন সীমা আরোপ করায় মোবাইল ব্যাংকিংয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!