• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল সংযোগ কমেছে এক কোটি, ইন্টারনেট ১৭ লাখ


বিশেষ প্রতিনিধি অক্টোবর ২৩, ২০১৬, ০৪:৫৫ পিএম
মোবাইল সংযোগ কমেছে এক কোটি, ইন্টারনেট ১৭ লাখ

গত আগস্ট মাসে কার্যকর থাকা মোবাইল সংযোগের সংখ্যা কমে গেছে প্রায় এক কোটি। অন্যদিকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার কমেছে প্রায় ১৭ লাখ।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে, বড় চারটি অপারেটরের কার্যকর থাকা সংযোগ এক ধাক্কায় ৯১ লাখ ৪৩ হাজার কমে গেছে।

প্রতিবেদনে রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানি টেলিটক এবং সবচেয়ে ছোট অপারেটর সিটিসেলের গ্রাহক আগস্ট মাসে জুলাই মাসের সমান দেখানো হলেও ভেতরকার খবর হলো, এই দুটি অপারেটরের গ্রাহক সংখ্যাও তলানিতে চলে গেছে।

কিন্তু সামগ্রিকভাবে হিসাবটা ইতবাচক দেখাতেই এই মাসে অপারেটর দুটির কার্যকর থাকা সংযোগ আগের মতোই উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে গত তিন মাসেই টানা কার্যকর সংযোগ সংখ্যা কমে গেল। এর আগে জুলাই মাসে কমেছে ২৪ লাখ ৩৭ হাজার গ্রাহক। তার আগের মাসে কমেছে ১২ লাখ ৭০ হাজার গ্রাহক। আর সব মিলে তিন মাসে খাতটি হারিয়েছে এক কোটি ২৮ লাখ ৫৩ হাজার কার্যকর থাকা সংযোগ।

এর আগে অপারেটররা জুন মাস শুরু করেছিল ১৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার গ্রাহক নিয়ে। যা আগস্ট মাসের পর এসে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৯ লাখে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মে মাসে সকল অপারেটরের বায়োমেট্টিক নিবন্ধন শেষ হয়েছে। তার পর পরই অনিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেয়া হয়।

আর নিয়মানুসারে একটা সিম বন্ধ হওয়ার পরেও আরো ৯০ দিন তা কার্যকর হিসেবে ধরা হয়। সেই হিসেবে আগস্ট মাসে এসে অপারেটরদের সক্রিয় সিমের হিসাবের ওপর বড় রকমের প্রভাব পড়ে।

প্রকাশিত হিসাব অনুসারে, আগস্ট মাসে গ্রামীণফোনের অ্যাকটিভ সিম কমেছে ১৭ লাখ ৭৯ হাজার। এখন তাদের সক্রিয় গ্রাহক রয়েছে ৫ কোটি ৫৪ লাখ। আগস্ট মাসে বাংলালিংক হারিয়েছে ২৩ লাখ ৮৫ হাজার সংযোগ। এই সংযোগ হারানোয় তারা এখন তিন কোটির নীচে নেমে এসেছে। এখন তাদের অ্যাক্টিভ সিম দুই কোটি ৮৯ লাখ ৭৭ হাজার।

সবচেয়ে বেশি কার্যকর সিম হারিয়েছে রবি। ৩৫ লাখ ৫৫ হাজার কার্যকর সিম কমে গিয়ে আগস্টের পর রবি’র হাতে রয়েছে আর দুই কোটি ৩২ লাখ ৬৩ হাজার অ্যাক্টিভ সিম। রবি’র সঙ্গে যুক্ত হতে যাওয়া এয়ারটেল হারিয়েছে ১৪ লাখ ১১ হাজার সিম। তারা এখন আছে ৭৯ লাখ ৪৩ হাজার কার্যকর গ্রাহকে।

আর জুলাই মাসের মতো আগস্ট মাসেও টেলিটকের সিম দেখানো হয়েছে ৪৪ লাখ ৩৭ হাজার। তবে অপারেটর সংশ্লিষ্টরা বলছেন, তারা ২২ লাখ সিম বন্ধ করেছেন। অন্যদিকে সিটিসেল আগের মাসের মতোই ৬ লাখ ৬৮ হাজার সংযোগ দেখাচ্ছে। 

ইন্টারনেট সংযোগও কমলো: দেশের ইন্টারনেট সংযোগ আবারও বড় একটা ধাক্কা খেলো। গত আগস্টে ১৬ লাখ ৬৭ লাখ ইন্টারনেট সংযোগ কমেছে। জুলাই মাসে বাড়লেও জুনে বেশ কিছু সংযোগ হারিয়েছিল তথ্য প্রযুক্তি খাতটি। মূলত মোবাইল সিমের বায়োমেট্টিক (আঙুলের ছাপ) নিবন্ধনের কারণেই এ ধাক্কা লাগে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাবে আগস্ট শেষে কার্যকর ইন্টারনেট সংযোগের সংখ্যা ৬ কোটি ২২ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। মূলত মোবাইল সিম, ফিক্স ব্রডব্যান্ড ও ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়া হয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে, তিনটি ক্ষেত্রেই কার্যকর গ্রাহকের সংখ্যা আগস্টে কমে গেছে।

ওই মাসে মোবাইল ইন্টারনেট ছয় কোটি ৩৭ হাজার থেকে নেমে এসেছে পাঁচ কোটি ৮৩ লাখ ৭৫ হাজারে। মৃত প্রায় ওয়াইম্যাক্স এক লাখ আট হাজার থেকে আরও চার হাজার গ্রাহক হারিয়েছে আগস্টে। অন্যদিকে ধারাবাহিকভাবে বাড়তে থাকা ফিক্সড ব্রডব্যান্ড সংযোগও আগস্টে এক হাজার কমে ৩৭ লাখ ৬৯ হাজার হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!