• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ২ কোটি টাকার ত্রাণ


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০১৭, ০২:৪৩ পিএম
‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ২ কোটি টাকার ত্রাণ

ঢাকা : বাংলাদেশের উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

সচিবালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। বিদেশে থেকেই তিনি ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট সব বিভাগকে তৎপর থাকার নির্দেশনা দিয়ছেন। একই সঙ্গে এ বিষয়ে দলের নেতাকর্মীদেরও নির্দেশনা দেয়া আছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!