• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৭:০০ পিএম
‘মোস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’

ঢাকা: দীর্ঘ চোটের ধকল কাটিয়ে কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান ফিরেছিলেন নিউজিল্যান্ড সফরে। দুটি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। কিন্তু পুরনো ফিজের দেখা মেলেনি। ছন্দ ও আত্মবিশ্বাস দুটিই ঘাটতি ছিল।

আর এ কারণে নিউজিল্যান্ড সফরে টেস্ট  খেলেননি মোস্তাফিজ। আত্মবিশ্বাসে চিড় ধরা বাংলাদেশ বিস্ময় বালকের যাওয়া হয়নি ভারত সফরেও। পুরনো ছন্দ ফিরে পেতে খেললেন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সেখানে দুটি ম্যাচে লম্বা সময় ধরে বোলিং করে হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার চেষ্টা করেছেন মোস্তাফিজ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশের শ্রীলংকা সফরের প্রস্তুতি। দলের ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন মোস্তাফিজকে নিয়ে সংবাদমাধ্যমের সামনে আশার কথাই শুনিয়েছেন,‘ মোস্তাফিজ বিসিএলে দুটি ম্যাচ খেলেছে। সেখানে ভালো খেলেই নির্বাচকদের নজরে পড়েছে। তাই তার ফিটনেস নিয়ে আর কোন প্রশ্ন নেই।’ এরপর তিনি যোগ করেন,‘ ও পুরো সেশন (শুক্রবার) ভালোভাবেই শেষ করেছে। তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!