• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে নিয়ে মোটেও চিন্তিত নন হাথুরু


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৩০, ২০১৭, ০৭:৪৬ পিএম
মোস্তাফিজকে নিয়ে মোটেও চিন্তিত নন হাথুরু

ঢাকা: শ্রীঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একেবারেই অপরিচিত ছিলেন বিশ্ব খ্যাত বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এদিন ৮ ওভার বল করে ৬০ রান দিয়ে মাত্র একটি উইকেট পান এই কাটার মাস্টার। বিষয়টি অনেকের মাথাব্যথার কারণ হলেও এ নিয়ে মোটেও চিন্তিত নন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার ধারণা সিরিজ নির্ধারণী ম্যাচ ঠিকই জ্বলে উঠবে মোস্তাফিজ।

শনিবার (১ এপ্রিল) কলম্বোয় সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে তারা। বিশেষ করে ঐচ্ছিক দিনেও প্রধান কোচ হাথুরুসিংহে ও বোলিং কোচ ওয়ালশের অধীনে বল করতে দেখা গেল মোস্তাফিজকে। আগের সেই স্লোয়ার, অন কাটার, অফ কাটার ফিরে পেতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের বিস্ময় এই বালক।

বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে বলেন, ‘দ্বিতীয় ম্যাচের উইকেট ছিল ব্যাটিং উপযোগী। সেখানে বল গ্রিপ করছিল না। তাই মোস্তাফিজ ভালো করতে পারেনি। কিছু কিছু বিষয় ওর বিপক্ষে গেছে। কিন্তু প্রথম ম্যাচে সে ৩ উইকেট পেয়েছে। ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই।’

ক্যারিয়ারের এক ভছরের মধ্যেই কাঁধের গুরুতর চোটে পড়েন মোস্তাফিজ। চিকিৎসা পরবর্তী সময়সহ প্রায় এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। চোট সেরে ছন্দ ফিরে পেতে সময় লাগে পেসারদের। মোস্তাফিজের ক্ষেত্রে কী একটু বেশিই সময় লাগছে? অবশ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে মোস্তাফিজের বোলিংয়ে কোনও সমস্যা দেখছেন না,‘ ও কিন্তু প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছে। আমার ওকে নিয়ে কোনও সমস্যা নেই। ওর ভুমিকা আলাদা ছিল। ও নতুন বল হাতে নেয়নি।  তিনশ’র বেশি লক্ষ্য দিয়েছিলাম আমরা, ওদের আস্কিং রেট ছিল সাত-আটের বেশি।’

কোচ মনে করেন মোস্তাফিজ আবারো নিজেকে মানিয়ে নিতে হয়ত একটু সময় নিচ্ছে। অনেকে মাশরাফির ফেরার বিষয়টি সামনে আনছেন। কিন্তু এটাও ভাবতে হবে যে, সবাই তো আর 'মাশরাফি' নয়। পাশাপাশি আরেকটি বিষয় তুলে ধরলেন কোচ। দুই ওয়ানডেতেই মাশরাফির সঙ্গে বোলিং ওপেন করেছেন তরুণ স্পিনার মেহেদী মিরাজ। সুতরাং নতুন বলের স্বাদ কিন্তু পাননি মোস্তাফিজ।

মাত্রই চোট কাটিয়ে দলে ফিরেছে মোস্তাফিজ। হাথরুসিংহে সেটা আরেকবার মনে করিয়ে দিলেন,‘ ও মাত্রই চোট কাটিয়ে এসেছে। সেটাও ওর কাঁধে ছিল। ওই হাতেই ও বোলিং  করে। ও টেস্টেও খুব ভালো বল করেছে।’ হাথুরু যথেষ্ট আত্মবিশ্বাসী সিরিজটা নিজেদের করে নিতে।  তিনি বলেন,‘ আমরা খুব ভালো অবস্থায় আছি। সিরিজটা অন্তত হারছি না। ওদের ভালো খেলতে হবে, আমাদেরও। আমরা আত্মবিশ্বাসী, যদি ভালো খেলি তবে আমরাই জিতব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!