• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে পেতে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৭, ২০১৮, ০৮:০৬ পিএম
মোস্তাফিজকে পেতে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স

ফাইল ছবি

ঢাকা: কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানকে খুব ভাল করেই চেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দর্শকরা। নবম আসরে নিজের অভিষেকেই সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন এই বাংলাদেশি পেসার।

চোটজনিত সমস্যার কারণে দশম আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। তবে চলতি বছরের ফর্মে ফেরার আভাস দিয়েছেন ফিজ। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে পুরনো মোস্তাফিজকে দেখা গেছে। সেটি নজর এড়ায়নি আইপিএল দলগুলোর।

আগামী ৪ এপ্রিল পর্দা উঠছে আইপিএলের একাদশ আসরের। তার আগে ২৮ ও ২৯ জানুয়ারি হবে নিলাম। সেই নিলামে মোস্তাফিজকে কিনতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশি এই পেসারকে দলে টানতে চায় মুম্বাই।

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে উঠছে বাংলাদেশের আট ক্রিকেটার। কিছুদিন আগেই সাকিবকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে দিল্লি ডেয়ারডেভিলস। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে পেতে মরিয়া তারা।

আরেক বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের প্রতিও আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে তামিমের বর্তমান পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাকে পেতে বেশ আগ্রহ দেখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক অভিনেত্রী প্রীতি জিনতা। তামিম এর আগে আইপিএলে পুনের দলে জায়গা পেয়েছিলেন তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।

এবার কাটার মাস্টার মোস্তাফিজকে পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এক মুখপাত্রও।

আইপিএলের ১১তম আসরে ১ হাজার ১২২ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। সাকিব-মোস্তাফিজ-তামিম ছাড়া আইপিএলের নিলামে থাকা বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটার হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। এদের মধ্যে সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!