• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৮, ০৯:৩৩ পিএম
মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন সাকিব

ফাইল ছবি

ঢাকা: আবির্ভাবেই ক্রিকেট বিশ্বকে জানিয়েছিলেন তিনি থাকতেই এসেছেন। সেই মোস্তাফিজুর রহমানের সবশেষ পাঁচটি ম্যাচ ছিল হতাশার। মোটে ২টি উইকেট নিতে পেরেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ কন্ডিশনে মোস্তাফিজের কাটার কোনও কাজেই আসেনি। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ম্যাচেও খেলতে পারেননি।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগের মোস্তাফিজকেই খুঁজে পাওয়া গেল। ব্যাটসম্যানদের কাটারে বিভ্রান্ত করে ভুগিয়েছেন। সবমিলিয়ে ১০ ওভার বোলিং করে ২৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট।
 
ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান মোস্তাফিজের দুর্দান্ত ফেরার প্রশংসা করে বলে গেলেন,‘ আমি মনে করি, মোস্তাফিজ খুবই ভাল বোলিং করেছে। আমার কাছে মনে হয়নি, মোস্তাফিজ কখনও খারাপ বোলিং করেছে। কয়েকটি ম্যাচে  হয়তো ও উইকেট পায়নি। আমরা ভাবি, মোস্তাফিজ সবসময় আমাদের উইকেট এনে দেবে। কোনও বোলারের পক্ষে সেটি সম্ভব নয়। তাই দুই-একটা ম্যাচ এদিক-ওদিক হবেই।’

তিন বছরের ক্যারিয়ারের চোটের কারণে বেশ কয়েকবার মোস্তাফিজকে দলের বাইরে থাকতে হয়েছে। সাকিব মনে করেন, প্রতিবারই দলে ফিরে দারুনভাবে মানিয়ে নিয়েছে মোস্তাফিজ, ‘মোস্তাফিজ এখন ভাল অবস্থায় আছে। এজন্য ও বেশ কষ্ট করছে। কয়েকটি জিনিসের ওপর মোস্তাফিজ জোর দিয়েছে। আজ ওর বোলিং দেখে আমি পুরোপুরি সন্তুষ্ট।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!