• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘মোস্তাফিজকে পড়া কঠিন’


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২৩, ২০১৭, ০৬:৩০ পিএম
‘মোস্তাফিজকে পড়া কঠিন’

ঢাকা: আবির্ভাবেই তিনি কাঁপিয়ে দিয়েছিলেন। ক্রিকেট বিশ্বে মোস্তাফিজ বন্দনায় ছিল মুখরিত। ভারত বাংলাদেশে এসে কাটার, স্লোয়ারে দিশেহারা হয়ে পড়েছিল। সিরিজ হারতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দলকে। তারপর আইপিএলে সানরাইজার্স হায়দরবাদে গিয়েও চমক দেখিয়েছেন। এই দলটিকে চ্যাম্পিয়ন বানাতে রেখেছিলেন বড় অবদান।

আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছেন। আইপিএলেও দেখেছেন। তাই মোস্তাফিজকে ভালোভাবেই চেনেন গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশকে নিয়ে বলতে গিয়ে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বুধবার জানালেন, মোস্তাফিজুর ব্যতিক্রমী একজন বোলার। আইপিএলে ওর সাড়া জাগানো মৌসুমে ওর বোলিং খেলেছি আমরা। মনে হচ্ছে, বাড়তি বোলিং ভারের কারণে ওর পেস কিছুটা কমে গেছে। তবে এখনও সে অসাধারণ বোলার, যার সামর্থ্য আছে সুইং করানোর। আর স্লোয়ার বলটা তো অবিশ্বাস্য।”

এর পর যোগ করেন, “সে প্রথাগত বাঁহাতি পেসার নয়। ওর কবজি বেশ নমনীয়, যে কারণে শেষ মুহূর্তে ‘ফ্লিক’ করতে পারে। বাউন্সার হোক বা স্লোয়ার বল, দেখতে হুবুহু একই মনে হয়। এটি পড়া বেশ কঠিন।” বাংলাদেশও যে এমন মোস্তাফিজকেই দেখতে চায়।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!