• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে স্ট্যান্ডবাই রেখে ক্যারিবীয় সফরে টেস্ট দল ঘোষণা


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০১৮, ১২:০৫ এএম
মোস্তাফিজকে স্ট্যান্ডবাই রেখে ক্যারিবীয় সফরে টেস্ট দল ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: চোটাক্রান্ত মোস্তাফিজুর রহমানকে স্ট্যান্ডবাই রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়ার্ড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের নেতৃত্বে ঘোষিত ১৫  সদস্যের দলে সুযোগ হয়নি তাসকিন আহমেদ ও সাব্বির রহমানের। ক্যারিবীয় সফরের আগেই টাইগারদের দায়িত্ব নেবেন নতুন কোচ স্টিভ রোডস।  

সাবেক ইংলিশ ব্যাটসম্যান রোডসের অধীনে আগামী ২০ জুন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। স্কোয়ার্ডে থাকা খেলোয়াড়দের এদিন নতুন কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। দুই দিনের অনুশীলন শেষে ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বে সাকিব-তামিমরা।

টেস্ট দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম। ইনজুরির কারনে দলে জায়গা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তবে স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিনি। চোট মুক্ত হয়ে  ফিটনেস ফিরে পেলেই ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে কাটার মাস্টার খ্যাত এই পেসারকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট দিয়ে ক্যারিবীয় সফর শুরু করবে টাইগাররা। ৪ জুলাই অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!