• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ফেডারেশন কাপ

মোহামেডান-শেখ জামাল ম্যাচে শুরু কোয়ার্টার


ক্রীড়া প্রতিবেদক মে ২৩, ২০১৭, ০৯:০৯ পিএম
মোহামেডান-শেখ জামাল ম্যাচে শুরু কোয়ার্টার

ঢাকা: গ্রুপ পর্বের লড়াই শেষে বুধবার (২৪ মে) থেকে শুরু হতে যাচ্ছে ফেডারেশন কাপের নকআউট কোয়ার্টার ফাইনাল। এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ আটের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে তেমন না জমলেও দর্শকদের আশা কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলা উপহার দেবে দলগুলো। এ প্রসঙ্গে শেখ জামালের কোচ জোসেফ আফুসি বলেন,  কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আমি খুশি। আশাকরি আমার দলের ছেলেরা ভাল খেলে সামনে এগিয়ে যাবে। অপরদিকে মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর আশা তার দল এবার হারানো শিরোপা পুনরুদ্ধার করবে। সর্বশেষ ২০০৯ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল সাদাকালো দল।

শক্তির বিচারে এবার ফেড কাপের শেষ আটে শেখ জামালের উঠে আসাটা অনুমেয়ই ছিল। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়র্টারে জায়গা করে নিয়েছে জোসেফ আফুসির শিষ্যরা। তবে অনেকটা ভাগ্যের জোরেই শেষ আটে নাম লিখিয়েছে মোহামেডান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা চট্টগ্রাম আবাহনীর কাছে ১-২ গোলে হেরেছিল। পরে ২-১ গোলে তারা হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখে তারা। কেননা এই আসরের তিনবারের রানার্সআপ আরামবাগের ছিল ওটা প্রথম গ্রুপ ম্যাচ। শেষ ম্যাচে তারা ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীর কাছে হারলে সমীকরণের মারপ্যাঁচে কপাল খুলে যায় মোহামেডানের। ভারতীয় বর্ষীয়ান কোচ কিংবদন্তি সৈয়দ নাইমউদ্দিনের হাতে এবার ভালোমানের দলই দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘বি’র রানার্সআপ শেখ রাসেল  গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে মোকাবেলা করবে। ২৬ মে তৃতীয় কোয়ার্টারে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে গ্রুপ ‘ডি’ রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। পরদিন চতুর্থ কোয়ার্টারে (২৭ মে) ‘এ’ গ্রুপ রানার্সআপ মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন রহমতগঞ্জ। প্রতিটি খেলাই শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!