• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে পাল্টা জবাব আবাহনীর


ক্রীড়া প্রতিবেদক জুন ৪, ২০১৮, ০৮:০০ পিএম
মোহামেডানকে পাল্টা জবাব আবাহনীর

ছবি: খন্দকার তারেক

ঢাকা: বৈশ্বিক ফুটবল প্রতিযোগিতায় যেমন আর্জেন্টিনা-ব্রাজিল, স্প্যানিশ ফুটবলে যেমন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মানেই মর্যাদার লড়াই। বাংলাদেশের ঘরোয়া ফুটবল, ক্রিকেট অথবা হকি প্রতিযোগিতায় ঠিক তেমনি আবাহনী-মোহামেডানের লড়াই। চলমান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গ্রুপ পর্বে ঢাকা আবাহনীকে হারিয়ে তৃপ্তির ঢেুকর তুলেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সুপার লিগে তার পাল্টা জবাব দিল আকাশি নীল জার্সিধারীরা।  

সোমবার (৪ জুন) রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার হকি লিগে দিনের দ্বিতীয় খেলায় মোহামেডানকে ৩-২ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। আবাহনীর এই জয় প্রতিশোধ হিসাবেও ধরা যায়। কারণ গ্রুপ পর্বে আবাহনীকে ২-১ গোলে হারিছিল সাদা কালো জার্সিধারীরা।

এবারের লিগে আবাহনী-মোহামেডান লড়াই ছিল গুরু-শিষ্যের লড়াইও। আবাহনীর কোচ মাহবুব হারুন, আর মোহামেডানের সেই হারুনের শিষ্য মওদুদুর রহমান শুভ। প্রথম দেখায় শিষ্য শুভর কাছে হার মানের গুরু হারুন। দ্বিতীয় দেখায় গুরু মাহবুব হারুনের কাছে হার মানতে বাধ্য হলেন শিষ্য মওদুদুর রহমান।  

এদিন অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল মোহামেডানই। ম্যাচের নবম মিনিটে সাদা কালো শিবিরকে এগিয়ে দিয়েছিলেন ভারতীয় গুরজিন্দর সিং (১-০)। তবে মোহামেডানের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিট বাদে আবাহনীকে সমতায় ফেরান তাজউদ্দিন আহমেদ (১-১)। ২০ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন রোমান সরকার (২-১)।  

দ্বিতীয়ার্ধে মোহামেডানকে সমতায় ফেরান সেই গুরজিন্দর সিং (২-২)। ৩৮ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এই ভারতীয়। এরপর চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। ৬১ মিনিটে আবারও সাদা কালো শিবিরে হানা দেন রোমান সরকার। দুর্দান্ত এক গোলে আকাশি নীল জার্সিধারীদের কাঙ্ক্ষিত জয় এনে দেন রোমান। শেষ পর্যন্ত রোমান সরকারের গোলেই মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে মাঠ ছাড়ে আবাহনী।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!