• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোহামেডানের জালে শেখ জামালের ৩ গোল


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৭, ০৮:৪৪ পিএম
মোহামেডানের জালে শেখ জামালের ৩ গোল

ঢাকা: বয়সে নবীন হলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে কোন ভাবেই পেরে উঠছে না ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি মৌসুমে শেখ জামালের কাছে টানা তৃতীয়বার হারল মতিঝিলের প্রাচীনতম দলটি। মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় হলুদ-নীল জার্সিধারীদের কাছে ৩-০ গোলে হেজরেছে সাদাকালো দল।

গত ২৪ মে ফেডারেশন কাপে শেখ জামাল কোয়ার্টার ফাইনালে জেতে ১-০ গোলে। এরপর গত ২৯ জুলাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে শেখ জামাল জেতে ২-০ গোলে। আজকের জয়ে নবাগত সাইফ স্পোর্টিংকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হারলেও পঞ্চম স্থানেই আছে মোহামেডান।

ম্যাচে হারলেও প্রথমার্ধের প্রায় পুুরোটাই সমানতালে খেলে মোহামেডান। তাই প্রথম গোল পেতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শেখ জামালকে। এ সময় স্কয়ার পাস বাড়ান খান মোঃ তারা। জাহেদ পারভেজের শট বক্সে ক্লিয়ার করেন মোহামেডানের গোলরক্ষক। ফিরতি বলে টোকা দিয়ে মোহামেডানের জালে বল পাঠান জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (১-০)। চলতি লীগে এটা তার ষষ্ঠ গোল, যা দ্বিতীয় সর্বাধিক।

৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। কর্নার থেকে বক্সে চমৎকার বাঁকানো হেডে লক্ষ্যভেদ করেন  নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল (২-০)। চলতি লিগে এটা তার পঞ্চম গোল। ৫২ মিনিটে মোহামেডানের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় হলুদ শিবির। রাফায়েলের পাস থেকে গোল করেন জাহেদ পারভেজ চৌধুরী (৩-০)। শেষ পর্যন্ত ম্যাচে ফেরা হয়নি সাদা-কালোদের। তাই হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়ে তারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!