• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোড়েলগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০ ব্যবসা প্রতিষ্ঠান


বাগেরহাট প্রতিনিধি মার্চ ২৪, ২০১৭, ০১:১৩ পিএম
মোড়েলগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০ ব্যবসা প্রতিষ্ঠান

বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলা সদর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (২৫ মার্চ) ভোর রাতে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে পুড়ে প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠান মালিকদের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইব্যাপী চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাটের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার হায়দার আলী আকন বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে আগুনে সিলিন্ডার গ্যাস, সার, কোমল পানি ও তেলসহ বিভিন্ন পণ্যসামগ্রীর ৬টি গোডাউন ও ৪টি মুদিমনোহারী দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!