• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌচাক ফ্লাইওভারে নিহত-আহত শ্রমিকদের কেন ক্ষতিপূরণ নয়


আদালত প্রতিবেদক জুন ৭, ২০১৭, ০১:১৮ পিএম
মৌচাক ফ্লাইওভারে নিহত-আহত শ্রমিকদের কেন ক্ষতিপূরণ নয়

ঢাকা: রাজধানীর মৌচাক ফ্লাইওভারের গার্ডার ধসে এক শ্রমিক নিহত ও দু’জন আহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।

নিহত শ্রমিকের পরিবারকে ৫০ লাখ টাকা ও আহতদের ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে।

বুধবার (৭ জুন) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম।

গত ১৩ মার্চ গার্ডারের নিচে চাপা পড়ে মো. স্বপন (৪০) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন পলাশ (৩৫) ও নুরুন্নবী (৪০) নামে আরো দুইজন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!