• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারকে দুর্যোগপূর্ণ জেলা ঘোষণার দাবি


মৌলভীবাজার প্রতিনিধি এপ্রিল ২৩, ২০১৭, ০৪:৪০ পিএম
মৌলভীবাজারকে দুর্যোগপূর্ণ জেলা ঘোষণার দাবি

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলাকে দুর্যোগপূর্ণ জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুরে শহরের চৌমূহনা চত্বরে হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এছাড়া অতিবৃষ্টি, অকাল বন্যা ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওরসহ জেলার ৭ উপজেলার ১৭ হাজার ৪শত ৩২ হেক্টর জমি পানির নিচে তলিয়ে যাওয়া, হাওরের ছোট বড় সব ধরণের ২৫ মেট্রিক টন মাছ ও পশুপাখির মৃত্যুতে ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারিভাবে সহযোগিতার দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক প্রভাষক মাহিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য দেন, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, ইম্পিরিয়েল কলেজের কো-অর্ডিনেটর সিতাব আলী, প্রভাষক সুমন আহমদ, প্রভাষক জসিম উদ্দিন, আলিম উদ্দিন হালিম, সাদিকুর রহমান, এম এ সামাদ, বদরুল এইচ জুসেফ প্রমুখ।

মানবন্ধনে হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বায়ক ১১ দফা প্রস্তাবনা উত্থাপন করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!