• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারের এক জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান


মৌলভীবাজার প্রতিনিধি মার্চ ২৯, ২০১৭, ০৭:০২ পিএম
মৌলভীবাজারের এক জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান

মৌলভীবাজার: জেলার দুটি জঙ্গি আস্তানার মধ্যে নাসিরপুর জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম। নাসিরপুরের আস্তানায় অভিযান শেষ হওয়ার পর বড়হাট আস্তানায় অভিযান শুরু হবে।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ অভিযান শুরু করে সোয়াত সদস্যরা। সিলেট জোনের ডিআইজি কামরুল আহসান এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দিকে অবস্থান নিয়ে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াতের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই সেখান থেকে গোলাগুলির আওয়াজ শোনা যায়। ক্রমে তা বাড়ছে। বৃষ্টিতে বৈরী আবহাওয়ার মধ্যেই সোয়ান টিম অভিযান পরিচালনা করছে। বাগানঘেরা একটি টিনশেড বাড়িতে কয়েকজন নারী-পুরুষ জঙ্গি ও তাদের ছোট শিশু অবস্থান করছে।

এর আগে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নাসিরপুরে পৌঁছান সোয়াতের সদস্যরা।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরো একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

মৌলভীবাজারে দুই জঙ্গি এলাকায় ১৪৪ ধারা

Wordbridge School
Link copied!