• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে ডাকাত-পুলিশ গোলাগুলি, ওসিসহ আহত ১৭


মৌলভী বাজার প্রতিনিধি আগস্ট ৩০, ২০১৬, ০১:০৮ পিএম
মৌলভীবাজারে ডাকাত-পুলিশ গোলাগুলি, ওসিসহ আহত ১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে সাত ডাকাত আহত হয়েছে। আহত হয়েছে ওসিসহ ১০ পুলিশ সদস্য।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামে ধনু মিয়াবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

আহত ডাকাতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা জিতু মিয়া, হরিৎচন্দ্রপুরের আবদুল খালিক, মাধবপুর উপজেলার শিবপুর গ্রামের খলিলুর রহমান, সাততাড়িয়া গ্রামের জাহাঙ্গীর মিয়া, এখতিয়ারপুরের নূর মিয়া, কামাল হোসেন ও কালিনগরের আশিক ওরফে মাসুদ।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে পূর্ব-দক্ষিণভাগ গ্রামে ১০-১৫ জন অস্ত্রধারী ডাকাত ধনু মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে পাশের বাড়ির লোকজন মোবাইলে পুলিশকে এ খবর জানায়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি করে ডাকাতদল। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

এতে তিনিসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই ডাকাত গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।

পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত ডাকাতদের আটক করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্যরাও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে পাঁচটি রাম দা, একটি চাকু, একটি ছোরা, একটি চাপাতি, সিটকিনি ভাঙার দুটি যন্ত্র ও ঘরের তালা পাওয়া গেছে।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!