• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌসুমী ব্যবসায়ীদের হতাশ না হওয়ার আহ্বান


বিশেষ প্রতিনিধি আগস্ট ২৫, ২০১৮, ০২:৪৫ পিএম
মৌসুমী ব্যবসায়ীদের হতাশ না হওয়ার আহ্বান

ঢাকা: মৌসুমী ব্যবসায়ীদের দাম নিয়ে হতাশ না হয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। এক সপ্তাহের মধ্যে সরকার নির্ধারিত দামে সব চামড়া কেনার আশ্বাসও দিয়েছেন ট্যানারি মালিকরা।

শনিবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ।

তিনি জানান, ট্যানারিগুলোতে এখনো গতবছরের ৪০ থেকে ৪৫ শতাংশ চামড়া মজুদ আছে। এবার আরো ৫৫ লাখ গরু এবং প্রায় ৩০ লাখ ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারন করা হয়েছে।

এসময় সাভারের চামড়া শিল্পনগরীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন বিটিএ নেতারা। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে বিসিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সকাল থেকে সাভারের চামড়া নগরীতে দেখা গেছে ধীরে ধীরে কোরবানীর চামড়ার মজুদ বাড়ছে। কয়েকদিনের মধ্যে দেশের অধিকাংশ চামড়া ট্যানারিতে আসবে বলেও জানান মালিকরা।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!