• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ২.৯


নীলফামারী প্রতিনিধি জানুয়ারি ৮, ২০১৮, ১০:৩১ এএম
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ২.৯

ফাইল ছবি

নীলফামারী: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রিকোর্ড করা হয়েছে সৈয়দপুরে। সেখানে সোমবার (৮ জানুয়ারি) ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জনপদ।  

তীব্র শীতে তিস্তা ও নদী অববাহিকার লোকজন শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। ফলে লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে।

নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সৈয়দপুরে তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। 

এছাড়া নীলফামারীর ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সদর উপজেলার মানুষও কনকনে ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছেন। শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। ফলে শহরে লোকজনের চলাচল কমে গেছে। কনকনে ঠাণ্ডার কারণে বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট খুলছেন না।

সন্ধ্যার পর চারিদিক কুয়াশায় ঢাকা পড়ছে। বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ফলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। সড়কের বিভিন্ন মোড়ে জ্বালানো হয়েছে আগুনের কুণ্ডলি। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!