• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাকেনরোর ৩৪ বছরের রেকর্ড ভাঙলেন নাদাল


ক্রীড়া ডেস্ক মে ১১, ২০১৮, ০৬:৩৩ পিএম
ম্যাকেনরোর ৩৪ বছরের রেকর্ড ভাঙলেন নাদাল

ঢাকা : ক্লে কোর্টে একের পর এক রেকর্ড ভেঙে দুরন্ত গতিতে ছুটছেন রাফা এক্সপ্রেস। চলতি মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল পেছনে ফেলে দিলেন কিংবদন্তি জন ম্যাকেনরোকে। ক্লে কোর্টে টানা ৫০টি সেট জিতে সাবেক মার্কিন তারকার ৩৪ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন স্প্যানিশ তারকা
মাদ্রিদ ওপেনের প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্জৎম্যানকে ৬-৩, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দেন নাদাল। ক্লে কোর্টে রাফার এটি একটানা ২১তম ম্যাচ জয়। কোয়ার্টার ফাইনালে শীর্ষবাছাই নাদাল খেলবেন পঞ্চম বাছাই অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়েমের বিরুদ্ধে।

সোয়ার্জৎম্যানের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয়ের সুবাদে ওপেন যুগে নতুন নজির গড়ে তুললেন নাদাল৷ ১৯৮৪ সালে জন ম্যাকেনরো ক্লে কোর্টে একটানা ৪৯টি সেট জিতে রেকর্ড গড়েছিলেন৷ মাদ্রিদের শেষ ষোলোয় আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে দ্বিতীয় সেট জয়ের পর লাল শুঁড়কিতে নাদালের একটানা সেট জয়ের সংখ্যা দাঁড়াল ৫০।

ম্যাকেনরো সেবছর মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। রাফার সামনেও এবার মাদ্রিদ খেতাব ধরে রাখার হাতছানি রয়েছে৷ ক্লে কোর্টে নাদাল শেষবার কোনও সেট হেরেছিলেন গত বছর এই মাদ্রিদেই। সেবার দ্বিতীয় রাউন্ডে ফ্যাবিও ফগনিনি নাদালের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন একটি সেট। সেই থেকে পছন্দের ক্লে কোর্টে অপরাজিত রয়েছেন রাফা।

সব রকম কোর্ট মিলিয়ে নাদাল শেষ ১৩টি ম্যাচ নিজের দখলে নিয়েছেন। সার্বিকভাবে চলতি মৌসুমে মাত্র তিনটি সেট খোয়াতে হয়েছে তাঁকে। তবে হার্ড কোর্ট, ঘাস কোর্ট ও ক্লে কোর্ট নির্বিশেষে শেষ ২৮টি সেটে জয় তুলে নিয়েছেন ১৬টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ তারকা।

সোনালীনিউজ/আরআইবি

Wordbridge School
Link copied!