• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যাচ উইনিং স্পেল করতে চান তাসকিন


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২২, ২০১৭, ১১:৪৮ এএম
ম্যাচ উইনিং স্পেল করতে চান তাসকিন

ঢাকা: গতির ঝড় তুলে বাংলাদেশের ক্রিকেটে তাঁর আবির্ভাব। সাদা পোশাকে অভিষেক ঘরের বাইরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট দেশের মাটিতে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নেমে পড়বেন গতি তারকা তাসকিন আহমেদ। আর এটি হলে মনে একটি সুপ্ত বাসনার প্রতিফলন ঘটাতে চান মাঠে। সেটি কী? এমন একটা স্পেল করতে চান তাসকিন, যেটি বাংলাদেশকে ম্যাচ জেতাতে সাহায্য করবে।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলে গেলেন, ‘ তাদের টপ অর্ডারে যারা আছেন সবাই খুব ভালো ফর্মে আছেন। একই সঙ্গে তারা অভিজ্ঞও। নতুনরাও ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমার স্বপ্নের উইকেট ওয়ার্নার-স্মিথ। আর সুযোগ পেলে একটা ম্যাচ উইনিং স্পেল করতে চাই।’

অস্ট্রেলিয়ান পেসারদের নিয়ে বলতে গিয়ে নিজেদের পেস বোলিং আক্রমণের কথাও মনে করিয়ে দিলেন তাসকিন, ‘অস্ট্রেলিয়ার পেসাররা অবশ্যই ভালো। তবে আমরাও ফেলে দেওয়ার মতো নই। আমাদের পেসাররা অনেক বড় বড় ম্যাচ জিতিয়েছে। তাছাড়া এখানকার উইকেট ওদের চেয়ে আমরা ভালো বুঝি।’

গত দুই বছর ধরে ওয়ানডেতে দারুন ধারাবাহিক বাংলাদেশ দল। সেই সাফল্যর ধারা সঞ্চারিত হচ্ছে টেস্টেও। কলম্বোয় শততম টেস্ট জয়ের আগে বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছে। এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, তাসকিন যেন সেটাই মনে করিয়ে দিলেন, ‘ ওদের তুলনায় আমরা হয়ত পিছিয়ে। তবে আমরা এখন আগের চেয়ে ভালো দল। আশা করি, আগে যা করতে পারিনি, এখন তা পারব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!