• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাচ জিতে বিতর্কে জড়ালেন কোহলি


ক্রীড়া ডেস্ক মার্চ ৭, ২০১৭, ১০:০২ পিএম
ম্যাচ জিতে বিতর্কে জড়ালেন কোহলি

ঢাকা: পুণেতে আড়াই দিনে ৩৩৩ রানে হেরে বিশাল ধাক্কা খেয়েছিল ভারত। সেই ধাক্কা থেকে ঝেড়ে উঠে বেঙ্গালুরুতে বিরাট কোহলির দল ৭৫ রানের জয় ছিনিয়ে নিয়েছে। পুণেতে হেরে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। এদিন জিতে আগ্রাসী ভঙিতেই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন ভারত অধিনায়ক। মাঠের মধ্যে ডিআরএস নিয়ে যেটা হয়ে গিয়েছে সেটাকে কোহলি বলছেন, প্রতারণা।

কী ঘটেছিল সেই সময়? উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন। তখন ২৮ রানে ব্যাট করছেন স্মিথ। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন। ডিআরএস নিতে হলে সঙ্গে সঙ্গেই নিতে হয়। কিন্তু স্মিথের  ক্ষেত্রে সেরকম হয়নি। আম্পায়ার আউট দেওয়ার পর একটু সময় নিলেন।

ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা জানতে চাইলেন। তারপর সিদ্ধান্ত নিলেন ডিআরএস-এর। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন কোহলি। আম্পায়ারও স্মিথের আবেদন গ্রহণ করেননি। রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন স্মিথ। এ নিয়ে কোহলি বলেন,‘ আমরা ডিআরএস-এ হয়ত অসফল কিন্তু অসততা করিনি। মাঠের সিদ্ধান্ত মাঠেই নিয়েছি। ড্রেসিংরুম থেকে নিশ্চয়তা চাইনি।’

এরপর কোহলি যোগ করেন,‘ যখন ব্যাট করছিলাম তখন আমি এই ঘটনা দুবার দেখেছি। আমি দেখেছি ওদের খেলোয়াড়রা ওপরের দিকে তাকাচ্ছে যেখানে ড্রেসিংরুম। আমি আম্পায়ারকে বলেছিলাম। এটা বন্ধ করা উচিৎ। মুখে না বললেও এটাই বোঝাতে চেয়েছিলাম। এরকম কখনও আমি ক্রিকেট ফিল্ডে করিনি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!