• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যাচসেরার পুরস্কার মূল্য শহীদ পরিবারকে দেবেন গম্ভীর


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ০১:৫৬ পিএম
ম্যাচসেরার পুরস্কার মূল্য শহীদ পরিবারকে দেবেন গম্ভীর

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীরের মহানুভবতার কথা সবাই জেনে গেছে। তিনি সুকমায় মাওবাদী হামলায় শহীদ সিআরপিএফ জওয়ানদের ছেলেমেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। শুক্রবার ইডেনে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে জয়ের পর ম্যাচসেরার পুরস্কার মূল্যও শহীদ পরিবারকে দেওয়ার ঘোষণা দিলেন গম্ভীর৷

দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে হেসেখেলে জিতে যায় কেকেআর৷ দলকে সামনে থেকে নেতৃত্ব দেন গম্ভীর৷ দিল্লি জয়ের আনন্দ সুকমায় শহিদ জওয়ানের পরিবারের সঙ্গে ভাগ করে নেন কেকেআর অধিনায়ক৷ গম্ভীর আগেই জানিয়েছিলেন, সুকমায় মাওবাদী হামলা শহীদ ২৫ সিআরপিএফ জওয়ানের পরিবারের পাশে দাঁড়াতে চান৷
শুক্রবার ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে গম্ভীর বলে গেলেন, ‘এখনও পর্যন্ত দশম আইপিএলে আমি যা পুরস্কার জিতেছি বা পরে যা জিতব তার সবটাই শহীদ জওয়ানদের সন্তানের পড়াশোনার জন্য তাদের পরিবারের হাতে তুলে দেব৷’

সুকমায় মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করে কেকেআরের ব্লগে গম্ভীর লেখেন, ‘বুধবার  সংবাদপত্রে শহীদ জওয়ানদের মেয়েদের ছবি দেখি, যেখানে একজন নিজের শহীদ বাবাকে স্যালুট করছিল, অন্য ছবিতে আত্মীয়রা নিহত জওয়ানের মেয়েকে সান্ত্বনা দিচ্ছিল৷ এরপর শহীদের এই ছেলেমেয়েদের পড়ার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়ে ফেলি৷’

এর আগে বুধবার পুণেতে রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে সুকমায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে হাতে কালো কাপড় বেঁধে নেমেছিলেন কেকেআর খেলোয়াড়রা৷

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!