• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনাকে আক্রমণ করে মেসির পরিবারের পাল্টা জবাব


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০১৮, ০৫:৫০ পিএম
ম্যারাডোনাকে আক্রমণ করে মেসির পরিবারের পাল্টা জবাব

ফাইল ছবি

ঢাকা: দিয়েগো ম্যারাডোনার তীব্র আক্রমণের জবাবে পাল্টা তোপ দাগল লিওনেল মেসির পরিবার। মেসির তুতো ভাই ম্যাক্সি বিয়ানকুচ্চি ম্যারাডোনার মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না। মাদক, মদ্যপানের নেশা থেকে নিজেকে মুক্ত করার জন্য এক সময় লড়াই করা ম্যারাডোনার মন্তব্য বিয়ানকুচ্চির কাছে ‘অজ্ঞতা’।

৩৪ বছর বয়সি বিয়ানকুচ্চিও পেশাদার ফুটবলার। প্যারাগুয়ের দ্বিতীয় ডিভিশন ক্লাব রুবিয়ো নুতে খেলেন। তাঁর আরেক নামও ‘এল প্রিমো দে মেসি’। স্প্যানিশ ভাষায় যাঁর অর্থ, মেসির তুতো ভাই। ‘মেসির কৃতিত্বকে স্বীকার না করা অ়জ্ঞতা। খুব দুঃখের কথা, নেতা হিসেবে নিজের কৃতিত্বের কথা সগর্বে বলে বেড়ানো এমন একজন আর এক ফুটবলারকে নিয়ে এত খারাপ কথা বলতে পারলেন। উনি মন্তব্যটা এমন একজনকে নিয়ে করেছেন, যে এখন সেরা ফুটবলার, হয়তো দীর্ঘদিন সেরা থাকবেও।’- বলেছেন বিয়ানকুচ্চি। তিনি আরও বলেছেন, ‘আর উনি এমন একটা সময় মন্তব্যটা করলেন, যখন সত্যিই দেশকে ভালবাসলে তাঁর জাতীয় দলকে উঠে দাঁড়াতে সাহায্য করা উচিত।’

১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা শনিবার সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, মেসির মধ্যে নেতা হওয়ার ক্ষমতা নেই,‘ম্যাচের আগে যে বিশ বার বাথরুমে যায়।’

মেক্সিকোর দ্বিতীয় বিভাগের একটি ক্লাবকে কোচিং করানো ৫৭ বছর বয়সি ম্যারাডোনার মন্তব্যের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আর্জেন্টিনায়। যেখানে মেসি কোনও দিন ক্লাব ফুটবলে খেলেননি। বরং তাঁকে শুনতে হয়েছে দেশের জার্সিতে নামলে মেসির মধ্যে ক্লাবের হয়ে খেলার মতো ব্যাপারটা পাওয়া যায় না।

এক আর্জেন্টিনীয় আইনজীবী মারাদোনার মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘সমালোচনা যখন এক জন মাদকাসক্তের কাছ থেকে আসছে, তাঁর কোনও মূল্য নেই।’ আর্জেন্টিনার এক প্রধান শিক্ষক  বলেছেন, ‘দিয়েগোর মতো শারীরিক ও মানসিকভাবে অসুস্থ একজন মেসির সমালোচনা করতে পারেন না।’ তবে ম্যারাডোনা ভক্তদের মধ্যে কেউ কেউ আবার লিখেছেন, ‘দিয়েগো মিথ্যা কী বলেছেন! যা সত্যি, তা সত্যি। মেসিকে সেরা বলা বন্ধ হোক, কারণ ও সেরা নয়।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!