• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে আ.লীগের প্রার্থী জুয়েল ও নাজিম


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০১৬, ০৭:৫৯ পিএম
ময়মনসিংহে আ.লীগের প্রার্থী জুয়েল ও নাজিম

ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জুয়েল আরেং ও নাজিম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় তাদের মনোনয়ন দেয়া হয়।

দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদ ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) উপনির্বাচনে জুয়েল আরেংকে এবং জাতীয় সংসদ ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপনির্বাচনে নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই শূন্য আসন দু’টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

হালুয়াঘাট-ধোবাউড়া আসনে মনোনয়ন পাওয়া জুয়েল আরেং প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে এবং গৌরীপুর আসনে মনোনয়ন পাওয়া নাজিম উদ্দিন আহমেদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তখন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!