• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত


রকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ মে ১৬, ২০১৮, ০৩:২৪ পিএম
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ময়মনসিংহ: জেলার গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আজিজ (৩০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৬ মে) ভোর রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানার বারইহাটী বটতলায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, বুধবার ভোর রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানার বারইহাটী বটতলা আরজ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় গাছের গুড়ি ফেলে একদল ডাকাত যানবাহনে ডাকাতি করছিল। এমন সংবাদের ভিত্তিতে টহলরত জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে অজ্ঞাতনামা এক ডাকাত সদস্য আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর আগে ডাকাত সদস্য তার নাম আজিজ বলে জানায়। তবে ঠিকানা জানা যায়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!