• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত


ময়মনসিংহ প্রতিনিধি মে ২৪, ২০১৭, ১০:১৮ এএম
ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

ময়মনসিংহ: জেলার ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। নিহতের নাম আশরাফুল ইসলাম দুল।  তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাঘাইচটি এলাকায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গফরগাঁও উপজেলার রাঘাইচটি এলাকায় এক ডাকাত সর্দার আশরাফুল ইসলাম দুলকে মঙ্গলবার পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থেকে আটক করা হয়। পুলিশের জিঞ্জাসাবাদে তার কাছে একাধিক আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে।

মঙ্গলবার (২৩ মে) রাতে তাকে নিয়ে ত্রিশাল উপজেলার  কাঁঠালের বাঘা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগিরা ছিনিয়ে নিতে আক্রমন চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়ে এতে ডাকাত সর্দার আশরাফুল নিহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে দেশিয় অস্ত্রসহ আটক করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী জানান, নিহত আশরাফুল ইসলাম দুলের বিরুদ্ধে  গফরগাঁও, ভালুকা, ত্রিশাল ও হোসেনপুর থানায় অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!