• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সহপাঠি খুন শিক্ষার্থীদের মানববন্ধন


ময়মনসিংহ প্রতিনিধি আগস্ট ১৬, ২০১৬, ০১:৫৭ পিএম
ময়মনসিংহে সহপাঠি খুন শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহে কলেজ ছাত্র খুনের প্রতিবাদ খুনি গ্রেফতার ও বিচার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন বিক্ষোভ মিছিল ও সড়ক আবরোধ করে সহপাঠীরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চরপাড়া এলাকায় এই মানববন্দন কর্মসূচি পালন করে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও অংশগ্রহণ করেন শিক্ষকরাও। শুক্রবার রাত সোয়া আটটার সময় দুর্বত্তদের হামলায় আহত হন কলেজ শিক্ষার্থী সামিউল কবির জনম। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। জনম এবার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল থেকে এসএসসি পাস করে টাঙ্গাইল মেডিকেল ম্যাটস নামক প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় জনমের পিতা লিটন বাদি হয়ে কতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে অংশ নেয়া অনীক নামে একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামি গ্রেফতার চেষ্টা চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই মো হাবিবুর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!