• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


ময়মনসিংহ প্রতিনিধি আগস্ট ৩১, ২০১৬, ০৮:৪৩ পিএম
ময়মনসিংহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফখরুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (৩১ আগষ্ট) দুপুরে ওই আদালতের বিচারক মো. আমির উদ্দিন এ রায় দেন। রায় প্রদানের সময় এ মামলার একমাত্র আসামী ফকরুল ইসলাম আদালতে হাজির ছিলেন। কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার ফকিরাকান্দা এলাকার ফকরুল ইসলাম দাম্পত্য কলহে তার দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যা করে। এ মামলায় ২০০২ সালে ফকরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। ১০ বছর সাজাভোগের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ ঘূমন্ত অবস্থায় ফকরুল তার প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে জবাই করে হত্যা করে। এ হত্যা মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। দীর্ঘ শুনানী শেষে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আমির উদ্দিন আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!