• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম‌হিলা আ.লী‌গের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০১৭, ০৩:৫৪ পিএম
ম‌হিলা আ.লী‌গের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা

ঢাকা: জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পর ম‌হিলা আওয়ামী লী‌গের ১৫১ সদস্য বি‌শিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ক‌মি‌টি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর ধানম‌ণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক এই কমিটি ঘোষণা করেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমণ্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

এদিকে, মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকালে ধানমণ্ডি কার্যালয়ে আনন্দমুখর পরিবেশের সূচনা ঘটে। কমিটি ঘোষণার খবর পেয়ে বিকেলের আগে থেকে পদপ্রত্যাশীরা নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন। কমিটি ঘোষণার পর নতুন কমিটিতে পদ পাওয়া নেতা ও তাদের সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। তাদের স্লোগানে গোটা এলাকা মুখর হয়ে ওঠে। একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি নতুন নেতাদের ফুলের মালা দিয়ে বরণও করে নেওয়া হয়।

নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে সংগঠনের সভাপ‌তি সাফিয়া খাতুন বলেন, দীর্ঘদিন পর হলেও খুবই সুন্দর কমিটি হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কর্মঠ ও দলের জন্য নিবেদিতদের কমিটিতে রাখা হয়েছে। নতুন কমিটির নেতাদের নিয়ে সারাদেশে কর্মী সভা করা হবে। নির্বাচনকে সামনে রেখে নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যক্রম তুলে ধরে নারী ভোটারদের আওয়ামী লীগকে ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে।

সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন, নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে মহিলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরও অগ্রসর ও শক্তিশালী হতে পারবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে এই কমিটি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ মানুষের মধ্যে তুলে ধরে আগামী নির্বাচনে দলের জয়লাভ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলেও তাদের প্রত্যাশা।    

পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন
ঘোষিত মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জন সাংগঠনিক সম্পাদক, ২৩ জন সম্পাদক এবং ৮৯ জন সদস্য রয়েছেন।

সভাপতি, আলহাজ সাফিয়া খাতুন, সহ-সভাপতি- সাবেক সাংসদ ফরিদা রহমান, সাবেক সাংসদ অধ্যাপিকা খালেদা খানম, সাবেক হুইপ তসলিমা চৌধুরী, পিনু খান, সাংসদ ইয়াসমিন হোসেন, আসলাম জেরিন ঝুমু, সাবেক সাংসদ বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা, শাহিন লস্কর, আজিজা খানম কেয়া, শিরীন নাঈম পুনম, সাংসদ শোভা সাজ্জাদ, আয়েশা খানম ওয়াসিকা, সাংসদ (চট্টগ্রাম) খুরশিদা বেবী হেনা, আলেয়া পারভীন রঞ্জু, নাসিমা ফেরদৌস, সাংসদ মাহফুজা ইসলাম চৌধুরী, বিলকিস খায়ের, জান্নাতুন বাকিয়া, পারুল আক্তার, ফারহানা ডলি, কোহিনূর বেগম।

সাধারণ সম্পাদক : মাহমুদা বেগম কৃক।
যুগ্ম সাধারণ সম্পাদক : শিরিন রুকসানা, শিখা চক্রবর্তী, কামরুন্নেসা মান্নান, মোর্শেদা বেগম লিপি, নাজমা হোসেন, মীনা মালেক, শরিফুল হাসান বিথী, জান্নাত আরা হেনরী।

সাংগঠনিক সম্পাদক : দিলরুবা জামান শেলী, সোহেলা পারভীন রানু, আনারকলি পুতুল, রাজিয়া সুলতানা পান্না, নাসরিন সুলতানা, ঝর্ণা বাড়ৈ, ইসমত আরা হ্যাপী, সুরাইয়া বেগম ইভা।

অন্যান্য সম্পাদক : প্রচার সম্পাদক নীলিমা আক্তার লিপি, দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজী, শিক্ষা সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার (অধ্যাপিকা, স্টামফোর্ড ইউনির্ভাসিটি), সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী, ত্রাণ সম্পাদক হোসনে আরা বেগম রানি, সমাজকল্যাণ সম্পাদক ডা. সেলিনা আখতার, কৃষি সম্পাদক অ্যাডভোকেট নাজমা আফরিন সুমনা, সমবায় সম্পাদক দিলারা মোস্তফা, শ্রম সম্পাদাক নাজমা সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, আইন সম্পাদক রোকেয়া বেগম (অব. জজ), মা ও শিশু সম্পাদক ডা. রওশন আরা, কোষাধ্যক্ষ তাহেরা পারভীন, মুক্তিযোদ্ধা সম্পাদক তাহমিনা খানম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার ফারজানা বেগম, ধর্ম সম্পাদক হাসিনা আলম বেবী, বন ও পরিবেশ সম্পাদক আফরোজা হাসমত, শিল্প ও বাণিজ্য সম্পাদক সাবিহা সেতু, সহ-প্রচার সম্পাদক মেহের নিগার হোসেন তন্ময়, সহ-দফতর সম্পাদক সোহাইলা আফসানা ইকো, সহ-আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মরিয়ম হোসাইন খেয়া, মানব সম্পাদক আঞ্জুমান আরা আয়না।

সদস্য : আশরাফুন্নেসা মোশাররফ সাবেক সাংসদ, হাসিনা মান্নন, অধ্যাপিকা ড. শিরিন বেগম (নারায়ণগঞ্জ), খাদিজা শেফালী (বগুড়া), জোবেদা খাতুন পারুল (কুমিল্লা), অ্যাডভোকেট কামরুন্নাহার তালুকদার (ড. হাসান মাহমুদ) (চট্টগ্রাম), নূরজাহান বেগম (মুক্তিযোদ্ধা), নূর আফরোজ আলী, সাবেক সাংসদ (খুলনা জেলা), অধ্যাপিকা হোসনে আরা রুনু (খুলনা মহানগর), কামরুন লায়লা জলি, সাংসদ (মাগুড়া), লিপি জামান, সুরাইয়া চৌধুরী, সাবিহা মুসা, সাংসদ, রিফাত আমিন, সাংসদ (সাতক্ষীরা) নাজনীন নাহার কনা (খুলনা জেলা), মর্জিনা পারভীন (রাজশাহী), কানিজ ফাতেমা (কক্সবাজার), সুলতানা বুলবুল (দিনাজপুর), চেমন আরা (চট্টগ্রাম), কাজী কানিজ সুলতানা হেলেন (পটুয়াখালী), নাসিমা আক্তার রুবেল (গোপালগঞ্জ), মিনারা বেগম (ব্রাক্ষ্মণবাড়িয়া), ফাতেমা রুবি (সিলেট), অ্যাডভোকেট মমতাজ বেগম সাংসদ (ভোলা), মনিরুন নাহার মেরী (বরিশাল), শামসুন নাহার খানম (সুনামগঞ্জ), ফিরোজা বেগম চিনু (রাঙামাটি), রেবেকা সুলতানা (গাজীপুর), নাজমা বেগম (জামালপুর), গোলেনতাজ রুবি, শাহিদা চৌধুরী তন্নী, দিলারা ইউসুফ (চট্টগ্রাম), নেজবাহার (গাজীপুর), রুমান আক্তার (গাজীপুর), শামীম আরা হিরা (মেহেরপুর), ফরিদা ইয়াসমিন লিকা (লক্ষ্মীপুর), ড. মোসাম্মদ হাসনা হেনা (রাজশাহী), রাজিয়া আমিন (নেত্রকোণা), শাহিনা আক্তার (খাগড়াছড়ি), শাহিনা বেগম ফ্যান্সি (চাঁদপুর), বাসন্তি চাকমা (খাগড়াছড়ি), অ্যাডভোকেট শরিফা খানম (বাগেরহাট), জেবুন্নেসা সবুজ (কুষ্টিয়া), পারুল আক্তার (চাঁপাইনবাবগঞ্জ), লাইজু ইয়াসমিন (মেহেরপুর), ইশরাত আক্তার (নেত্রকোণা), সাবেরা বেগম, সভানেত্রী ঢাকা দক্ষিণ মহানগর মহিলা আওয়ামী লীগ, শাহিদা তারেক দিপ্তী, সভানেত্রী ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ, শবনাম জাহান শিলা, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ, নারগিস রহমান, সাধারণ সম্পাদিকা ঢাকা দক্ষিণ মহানগর মহিলা আওয়ামী লীগ, আঞ্জুমান আরা বর্না (ঠাকুরগাঁও), শামসুন্নাহার পারভীন (ময়মনসিংহ), জাকিয়া খাতুন (পঞ্চগড়), এ্যাডভোকেট খন্দকার শামস তানিম মুক্তি (কুষ্টিয়া), জ্যোস্না আরা (সাতক্ষীরা), রীণা সুরতানা (বাগেরহাট), নাদিয়া পারভীন  জলি (পাবনা), মিনু রহমান, আয়েশা মোকাররম, রত্না আহমেদ (নাটোর), ইফফাত আরা কামাল (রাজশাহী), মালিহা জামান মালা (রাজশাহী মহানগর), মোহসেনা খানম, অজিফা খানম, তানিয়া সুলতানা কঙ্কন (রাজবাড়ি), রিজিয়া নদ্ভী (চট্টগ্রাম), নুসরাত ফারজানা ইলোরা (সিরাজগঞ্জ), বেবী বড়ূয়া, নাসরিন রেজওয়ানা, লাভলী চৌধুরী, কনা জব্বার, ফেরদৌসি খানম ইলি, দিপীকা সমাদ্দার, হাসিনা জাফর, সাবিনা ইয়াসমিন আঞ্জুমান আরা বেগম (নাটোর), সাহানাজ হাবিব, সাবিনা মোশাররফ, ইসমত আরা মঞ্জু, আশরাফুন নেসা মোশাররফ, হাসিনা চৌধুরী, শাহিনা বেগম (জামালপুর), হাবিবা নজরুল, লায়লা ইবাদ, লক্ষ্মী রাণী সরকার, মরিয়ম বেগম তামান্না, শিরিন বেগম (কুমিল্লা) ও শাহিদা খাতুন রেখা (চাপাই নবাবগঞ্জ)।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!