• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘যত কিছু হোক আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি’


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০১৮, ০৯:৩৪ পিএম
‘যত কিছু হোক আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ জানে বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের ভরাডুবি হবে। তাই বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চরিত্র হনন করা হচ্ছে।

তিনি বলেন, যত কিছুই হোক আমরা হাল ছেড়ে দেবে না। আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ আহমদ।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মহৎ উদ্দেশ্য নিয়ে আমরাই দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করেছিলাম। কিন্তু এই প্রতিষ্ঠানটি এখন সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠান।

তিনি বলেন, দুদক মিথ্যা অর্থপাচারের অভিযোগে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে। এর উদ্দেশ্য একটাই। বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় সভানেত্রী হিসেবে নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার। তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে মওদুদ আহমদ বলেন, সভানেত্রী হিসেবে আপনি অবশ্যই ভোট চাইতে পারেন। কিন্তু সরকারি খরচে নয়, সেটা হতে হবে দলীয় খরচে। আর সেই একই অধিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও দিতে হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!