• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যতই জোট হোক সরকারেই থাকছে জাপা


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০১৭, ০২:০২ পিএম
যতই জোট হোক সরকারেই থাকছে জাপা

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে নতুন জোট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন জোট করলেও সরকারে সঙ্গেই থাকবে জাতীয় পার্টি। নতুন জোট কোনও কূটকৌশল নয়।

সোমবার (৮ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জোট থেকে জাতীয় পার্টিকে বাদ দিতে চায় না আওয়ামী লীগ। ২০১৪ সাল থেকে জাতীয় পার্টি ঐক্যমতের সরকারে আছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে অনেক কিছুই তো হয়। তেমনি তারা মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাতে সরকার থেকে তারা চলে যাচ্ছে এমন নয়।

নির্বাচন আসতে অনেক দেরি আছে উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনের আগে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার পানি কোথা থেকে কোথায় গড়ায়, দেখা যাক। মন্ত্রিসভায় পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, অনেক দিন তো হয়ে গেল। রিশাফল হতেই পারে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!