• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যতটা সম্ভব রান চাই হেরাথের


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০১৭, ০৮:১৪ পিএম
যতটা সম্ভব রান চাই হেরাথের

ঢাকা: টস জিতে নিশ্চিন্ত মনে গলে ব্যাটিং বেছে নিয়েছিলেন রঙ্গনা হেরাথ। যদিও শুরুর দিকে দ্রুত উইকেট ফেলে লঙ্কান অধিনায়কের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন মোস্তাফিজরা। কিন্তু প্রথম দিনের শেষে তা ধরে রাখা যায়নি। বরং কুশল মেন্ডিসের অপরাজিত ১৬৬ রানের কল্যাণে গলে নিজেদের ভিত মজবুত করেছে শ্রীলঙ্কা।

লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ চাইছেন যতটা সম্ভব হয় রানটাকে যতটা বাড়িয়ে নেওয়া যায়। উদ্দেশ্যে পরিস্কার, রান বেশি থাকলে বিপক্ষ দল এমনিতেই চাপে থাকবে। ম্যাচের এক ফাঁকে সে কথাই টেন স্পোর্টসকে বলছিলেন হেরাথ,‘ দিনের শুরুতে ভাগ্য ভালো ছিল দেখে কুশল বেঁচে গিয়েছে।  পরে ও সুযোগটা দারুনভাবে কাজে লাগাল। কাল (৮ মার্চ) সকালে কুশল ও ডিকওয়েলা কিভাবে খেলে তারওপর নির্ভর করবে আমরা কিভাবে এগোব। আমরা চাই যতটা সম্ভব রান করতে, যাতে পরে স্পিনারদের কাজে লাগানো যায়।’

সকালে টস জিতেছিলেন হেরাথই। গলের উইকেটে টস জেতাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা স্বীকারও করলেন লঙ্কান অধিনায়ক,‘ গলে টস জয় সবসময়ই  গুরুত্বপূর্ণ। এখানে প্রথম দিন সবসময় ব্যাটিং উপযোগি থাকে। যেমনটি আশা করেছিলাম উইকেটের আচরণ তাই ছিল।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!