• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ


নাটোর প্রতিনিধি ডিসেম্বর ১৩, ২০১৭, ০৫:১৪ পিএম
যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ

নাটোর: চলনবিলাঞ্চলে দিগন্তজুড়ে শুধু হলুদ আর হলুদ। ওই অঞ্চলের কৃষকরা বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাপকভাবে সরিষা আবাদ করেছেন। এ অঞ্চলের ফসলের মাঠ এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। মাঠের পর মাঠ জুড়ে বিরাজ করছে থোকা থোকা হলুদ ফুলের দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর দৃশ্য। সরিষার ফুল আকৃষ্ট করছে মৌমাছিসহ প্রকৃতি প্রেমীদের।

গোটা চলনবিলাঞ্চল মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মৌচাষিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছেন। আবহাওয়া অনুকুল থাকলে চলতি মওসুমে এ অঞ্চলে লাভজনক মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যেদিকে দৃষ্টি যায় সবুজের ফাঁকে হলুদের সমারোহ। রাস্তার ধারে কিংবা ফসলের মাঠে সবুজের মাঝে চোখ ধাঁধানো হলুদ ফুল আর ফুল। ফুলের বিস্তীর্ণ মাঠে দুরন্ত শিশুরা মেতেছে খেলাধুলায়।

সিংড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে সরিষার মাঠগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ সময়টা পোকা-মাকড়সহ বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় কাঙ্খিত ফসল ঘরে তুলতে বাড়তি পরিচর্যা করতে হচ্ছে কৃষকদের।

সিংড়া উপজেলার কৃষি অফিস জানায়, উপজেলার বিভিন্ন অঞ্চলে সরিষার আবাদ দেখা যায়, তবে এ বছর আবাদ অনেক কম হয়েছে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোনালীনিউজকে বলেন, এ বছর চলনবিলের পানি নামতে দেরি হওয়ায় সরিষার ফলন খুব একটা ভালো হয়নি। গত বছর ১৪০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এ বছর তা কমে ৮৩০ হেক্টরে দাড়িয়েছে।

তিনি আরো জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ হতে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!