• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যা দেখেছেন তা ভুল, আসল তথ্য ভেতরে


নিউজ ডেস্ক নভেম্বর ২২, ২০১৭, ০১:৩৬ পিএম
যা দেখেছেন তা ভুল, আসল তথ্য ভেতরে

ঢাকা: ছবিটিতে দেখা যাচ্ছে, একটি পুরুষ ও এক মহিলা বসে আছে। পুরুষটিকে দেখা যাচ্ছে নগ্ন এবং নারীটি পোশাক পরিহিত। এই ছবিটি সম্প্রতি ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে ছবিটিতে আপনি যা চোখে দেখছেন তা কিন্তু সত্য নয়। হয়ত ভাবছেন, কি বলছি?

তাহলে ভালো করে লক্ষ্য করুন ছবিটির দিকে। ছবিটিতে যেখানে লোকটির পা দেখছেন তার সামনেই আরেকটি পা দেখা যাচ্ছে, তাও আবার প্যান্ট পরিহিত। আসলে খালি পা'টা হচ্ছে মহিলার। আর সামনের পা ওই লোকটার। মহিলাটি উপরে ড্রেস পরেছে ঠিকই কিন্তু নিচে শর্টস পড়ায় তা পা খালি। আর পুরুষটি উপরে ড্রেস না পরে প্যান্ট পরায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

ছবিটি কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে ছবিটি ছড়ানো হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে। কারও ধারণা মোটরবাইকে দুইজন মানুষের মাঝে একটি নগ্ন ম্যানিকুইন বসিয়ে দেয়া হয়েছে। সূত্র ও ছবি: মেট্রো


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!