• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যা বললেন ফরহাদ মজহারের স্ত্রী


আদালত প্রতিবেদক জুলাই ৪, ২০১৭, ০৮:২৪ পিএম
যা বললেন ফরহাদ মজহারের স্ত্রী

ঢাকা: বিশিষ্ট লেখক, কবি ও সাংবাদিক ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার বললেন, আদালত ‘নিজ জিম্মায়’ যাওয়ার অনুমতি দেয়ায় আমরা ভীষণ খুশি। এখন তাকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারব।

মঙ্গলবার (৪ জুলাই) আদালতের আদেশে স্বামীকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।

আদালত চত্বরে তিনি আরও বলেন, প্রায় ৩৭ ঘণ্টা বয়োবৃদ্ধ মানুষটির সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে পুরো পরিবার। অসুস্থ মানুষটিকে নিয়ে আমাদের চিন্তার শেষ ছিল না। অবশেষে তাকে ফিরে পেয়েছি। এরচেয়ে আনন্দ আর কী হতে পারে।

আদালত চত্বরে এ সময় ফরহাদ মজহারের মেয়ে সমতলী হক, পারিবারিক বন্ধু গৌতম দাসসহ অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

সোমবার রাতে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধারের পর সকালে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে রাজধানীর আদাবর থানায় নিয়ে আসা হয়।

সোমবার বিকেলে ফরহাদ মজহারের বন্ধু গৌতম দাস সাংবাদিকদের জানান, সোমবার ভোর ৫টার দিকে রিং রোডের ১ নম্বর বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে গেছে। ‘উঠিয়ে নিয়ে যাওয়া’র আধা ঘণ্টা পর ফরহাদ মজহারের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে টেলিফোন আসে। ফোনে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ কথা বলেই তিনি ফোনটি কেটে দেন। এর পর বিষয়টি আদাবর থানার পুলিশকে জানানো হয় বলে জানান গৌতম।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!