• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রী নিয়ে ডুবে গেল বাস


কুমিল্লা প্রতিনিধি নভেম্বর ১৫, ২০১৭, ০৭:৪৫ পিএম
যাত্রী নিয়ে ডুবে গেল বাস

কুমিল্লা: দেবিদ্বার উপজেলার বারেরায় কোম্পানিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৭ জনকে জীবিত উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বাসটি জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি পুকুরে পড়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডুবুরীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এসময় স্থানীয় এলাকার লোকজনও উদ্ধার কাজে সহায়তা করে।

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, এ পর্যন্ত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলেও এদের মধ্যে একজন মারা গেছেন।

ধারণা করা হচ্ছে, ওই বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিল। বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!