• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বাস খাদে, চালকসহ নিহত ২


নাটোর প্রতিনিধি জুন ২১, ২০১৭, ০৬:১৭ পিএম
যাত্রীবাহী বাস খাদে, চালকসহ নিহত ২

প্রতীকী ছবি

নাটোর: জেলার বড়াইগ্রাম উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও আম বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গেলে চালকসহ ২ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) রাত গভীর রাতে দিকে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কে পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসূন নূর জানান, রাত ১টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০২৬৭) মহাসড়কের আইরমারি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই চালক রিয়াজুল ইসলাম (৪৫) নিহত ও কমপক্ষে ৫ বাসযাত্রী আহত হয়। রিয়াজুল কুষ্টিয়ার মিরপুর থানার রানা খরিয়া গ্রামের মৃত খোদা বক্স সর্দারের ছেলে।

তিনি আরো জানান, রাত আড়াইটার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আম বোঝাই মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-০৬৬৩) মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলপার আরিফুল ইসলাম (২৭) নিহত হয়।

আরিফুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী তালেবের হাট এলাকায়। তার বাবার নাম শাজাহান মিয়া।

নিহতদের লাশ ময়নাতদন্তের পর বুধবার (২১ জুন) দুপুরে স্ব স্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!