• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩


বগুড়া প্রতিনিধি এপ্রিল ১৭, ২০১৭, ০৯:২১ এএম
যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

বগুড়া: জেলার শেরপুর উপজেলায় মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) রাত পৌনে একটার দিকে উপজেলার সীমাবাড়ীর বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাইদুল ইসলাম (৩০), তারেক (২৭) ও আবদুল করিম (৪৫)।

পুলিশ জানায়, বাসটি গাইবান্ধার সাঘাটা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরাও ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!