• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বাস গিরিখাতে, প্রাণহানি ৪৪


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৩:৩৭ পিএম
যাত্রীবাহী বাস গিরিখাতে, প্রাণহানি ৪৪

ঢাকা: পেরুতে একটি যাত্রীবাহী দ্বিতল বাস রাস্তা থেকে ছিটকে প্রায় ১০০ মিটার গভীর গিরিখাতে পড়ে গিয়ে কমপক্ষে ৪৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টাইয় দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই আরেকিপা অঞ্চলের গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেছেন, পুলিশের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান রে লাতিনো; কিন্তু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে দেশটির পুলিশ জানায়, যাত্রীর সংখ্যা আরো বেশি হবে বলে। তারা বলছেন, পথে বাসটিতে যেসব যাত্রী উঠেছিল প্রাথমিক রেজিস্ট্রারে তাদের উল্লেখ নেই।

এদিকে দুর্ঘটনায় ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।

চলতি বছর পেরুতে বাস দুর্ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা এটি। পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। এর জন্য দেশটির অনিরাপদ সড়ক ও চালকদের দক্ষতার অভাব দায়ী বলে মনে করা হয়। সরকারি হিসেব মতে, ২০১৬ সালে দেশটিতে ২৭০০ এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে কেবল সড়ক দুর্ঘটনায়। সূত্র:  ডেইলি মেইল।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!