• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাদু দেখিয়েছেন মোস্তাফিজ বললেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৮, ১২:১৮ পিএম
যাদু দেখিয়েছেন মোস্তাফিজ বললেন মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের জয় পেতে কাল ঘাম ছুটে গেছে। আগের তিন ওভারে আফগানিস্তান ১১,১২ ও ১১ রান তুলেছে। শেষ ওভারে ৮ রান তোলা তাদের জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু মোস্তাফিজুর রহমান যাদুই দেখালেন। শেষ ওভারে মাত্র ৪ রান দিলেন। বাংলাদেশ হৃৎকম্পন বাড়িয়ে জিতে গেল ৩ রানে। এই জয়ে এশিয়া কাপে ভালোভাবেই টিকে থাকল বাংলাদেশ। এখন ২৬ সেপ্টেম্বর অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে ভারতের সঙ্গে।

আফগানিস্তান ম্যাচে এমন এক জয়ের পরও নির্লিপ্ত মোস্তাফিজ। তাঁর মাঝে খুব বেশি উচ্ছ্বাস দেখা যায়নি। পুরস্কার বিতরণী মঞ্চে মোস্তাফিজের শেষ ওভার নিয়ে মাশরাফি বলে গেলেন,‘ শেষ ওভারটায় মোস্তাফিজ যেন যাদু দেখাল। এ রকম অনেক কাছাকাছি ব্যবধানের ম্যাচ হেরেছি আমরা। শেষ ওভারে ৮-৯ রান দরকার ছিল, সেটিও করতে পারিনি। তবে আজ আমরা এই রানটাই রক্ষা করতে পারলাম।’

শেষ তিন ওভারে আফগানদের দরকার ছিল ৩১। পরপর দুই ওভারে তারা তুলে ফেলল ২৩ রান। তবুও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন মাশরাফি। সাকিবের করা ৪৯তম ওভারের শেষ চারটি বলে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে। মাশরাফি বলেছেন, ‘আমি আশা ছাড়িনি। শেষ তিনটা বল সাকিব আসলে দুর্দান্ত করেছে। এরপর আমরা মোস্তাফিজকে বলেছি ও যেন উইকেট তুলে নেওয়ার দিকেই মনোযোগ দেয়। কারণ, তাতে ওদের মিস করার সম্ভাবনা বাড়বে।’

মোস্তাফিজের কথা বলতে গিয়ে মাশরাফি ব্যাটসম্যানদের কথাও ভুললেন না। ৮৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর মাহমুদউল্লাহ-ইমরুলের জুটি বাংলাদেশকে পথ দেখিয়েছে। মাশরাফি বলেছেন, ‘সবার আগে মাহমুদউল্লাহ আর ইমরুল কায়েসকে কৃতিত্ব দিতে হবে।’ এখন তো শেষ ম্যাচটা হয়ে উঠল সেমিফাইনাল। এ ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘আশা করি, সেমিফাইনাল হয়ে ওঠা ম্যাচটিতেও আমরা ফাটিয়ে দেব।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!