• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাবার পথ কখনোই সুমধুর নয়


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০১৭, ০১:০১ পিএম
যাবার পথ কখনোই সুমধুর নয়

ঢাকা: জীবনে কত দ্রুত কোথায় যাবে সেটা বড় কথা নয়, কোথায় যাবে আগে সেটা ঠিক করো। সেই যাওয়ার পথে নিজের স্বপ্নটাকে সত্যি করো। সেই যাবার পথ কখনোই সুমধুর নয়।

সম্প্রতি কথাগুলো বলছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

ওই সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন- টাকা দিয়ে প্রেম, ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে চরিত্র, বিশ্বাস কেনা যায় না। সুতরাং টাকার পেছনে না ছুটে, সময়ের পেছনে ছুটো। জীবনের পেছনে ছুটো।

প্রয়াত মেয়রের প্রথম জানাজা শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট সেন্ট্রাল পার্ক মসজিদে অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশে আনা হবে তার মরদেহ। ওইদিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার লন্ডন স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে ইন্তেকাল করেন ঢাকার এই দাপুটে মেয়র।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!