• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যারা দুর্নীতি করে, তাদের বিচার হয়


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৩:৩২ পিএম
যারা দুর্নীতি করে, তাদের বিচার হয়

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একজন রাজনীতিবিদ দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হয়েছে, এটা আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে না। তবু পৃথিবীর কাছে বলতে পারবো– যারা দুর্নীতি করে, তাদের বিচার হয়। একইভাবে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার হয়েছে। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন করেছিলেন, তাদেরও বিচার হয়েছে।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘এই রায়ে প্রমাণ হলো, বাংলাদেশে বিএনপির আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল, তার অবসান হয়েছে। এখন এটাই প্রতিষ্ঠিত হয়েছে, অপরাধ করলে তার বিচার হয়। সুষ্ঠু বিচারে শাস্তি হয়।’

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শারীরিক ও সামাজিক দিক বিবেচনা করে তাকে এই দণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে এ মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। 

আইনমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের জুলাই থেকে মামলা রুজু করার পর সাড়ে ৯ বছর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলেছে। যদি তা খুব অল্প সময় হয়ে থাকে বলেন, তাহলে আমার কিছু বলার নেই। সাড়ে ৯ বছরে খালেদা জিয়া আইনে যা যা সুবিধা পাওয়ার কথা, তা তাকে দেয়ার পর মামলা শেষ হয়েছে। আমার মনে হয় না, খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

কুয়েত থেকে এতিমদের জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করা হয়। ২০০৮ সালের ৩ জুলাই সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক। ওই বছরই ৪ জুলাই মামলাটি গ্রহণ করেন আদালত। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক হারুন অর রশিদ ২০০৯ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!